ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট এর মধ্যেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে করে সন্ত্রাসীদের গুলি

প্রকাশিত: ১৯:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্ট এর মধ্যেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে করে সন্ত্রাসীদের গুলি

মোবাশশির হোসাইন নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গুলি করেছে দুর্বৃত্তরা।তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মোবাশশির হোসাইন গণমাধ্যমকর্মীদের জানান, গাজীপুরে আজ তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে।

তিনি আরো জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। পুলিশ এলে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।

এর আগে, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সন্ধ্যায় অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটকের খবর দেয়া হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক’সহ ছাত্র-জনতার ২০/৩০ জনের একটি দল সেখানে যায়। পরে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হন।

ফুয়াদ

×