ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা: ওসি বরখাস্ত, গ্রেপ্তার ১৬

প্রকাশিত: ১৯:২১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা: ওসি বরখাস্ত, গ্রেপ্তার ১৬

ছবি : সংগৃহীত

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান এ ঘোষণা দেন।

একই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। তিনি বলেন, হামলায় জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

ড. নাজমুল করিম খান বলেন, “যারা হামলার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা দায়িত্বে অবহেলা করেছে, তারাও ছাড় পাবে না। ওসি মো. আরিফুল ইসলাম দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছেন বলে অভিযোগ এসেছে। এজন্য আমি তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছি।”

তিনি আরও বলেন, “পুলিশ জনগণের নিরাপত্তার জন্য কাজ করবে। ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যে কোনো আঁতাত বরদাস্ত করা হবে না। পুলিশকে জনগণের পক্ষে থাকতে হবে।”

পুলিশ কমিশনার জানান, হামলার ঘটনায় শনিবার রাতে চিরুনি অভিযান চালানো হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “আমিও এই আন্দোলনে অংশ নিয়েছিলাম। সে সময় আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল। তবে আন্দোলনের পর আমি আবার পুলিশ কমিশনার হিসেবে ফিরে এসেছি।”

মো. মহিউদ্দিন

×