ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

ছুটির দিনে মাধবপুর লেকে পর্যটকদের উপচে পড়া ভীড়

আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ(মৌলভীবাজার)

প্রকাশিত: ১৯:১১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

ছুটির দিনে মাধবপুর লেকে পর্যটকদের উপচে পড়া ভীড়

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপচেপড়া ভীড় দেখা গেছে। ৮ ফেব্রুয়ারি (শনিবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা মাধবপুর লেকের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করছেন। চারদিকে সবুজে ঘেরা এই লেকের জল টলটলে স্বচ্ছ নীল, আর সেখানে ফুটে থাকা নীল শাপলা প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেয়।

এলাকার স্থানীয় চা বাগান থেকে ১১ নম্বর সেকশনে অবস্থিত মাধবপুর লেকটি অত্যন্ত জনপ্রিয়। চা শ্রমিকরা একে 'ড্যাম' বলে অভিহিত করেন। লেকটি পাহাড়, চা-বাগান, এবং জলজ পাখির কলতানে সজ্জিত, যা পর্যটকদের জন্য একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। প্রকৃতির নিস্তব্ধতা ও সৌন্দর্য্য দেখতে প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন। বিশেষ করে সাপ্তাহিক ছুটিতে লেকটি ভ্রমণপ্রিয়দের মিলনমেলায় পরিণত হয়।

ঢাকা থেকে আসা সৈয়দ আশরাফ আলী এবং শ্রীমঙ্গল সরকারী কলেজের সহকারী অধ্যাপক সুব্রত সাহা জানান, তারা মাধবপুর লেকের পরিবেশ ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে খুবই সন্তুষ্ট। লেকের সৌন্দর্য্য উপভোগ করতে তারা আবারো আসার পরিকল্পনা করছেন। মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, ছুটির দিনে লেকটি পর্যটকদের ভিড়ে ভরপুর থাকে, এবং ট্যুরিস্ট পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

মারিয়া

×