ছবি : জনকণ্ঠ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ঝাউতলায় জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ শনিবার সন্ধ্যায়।
সরেজমিনে দেখা যায়, শহরের ঝাউতলা ফোরলেনের সাইকেললেনে অস্থায়ী প্যান্ডেলে শোভা পাচ্ছে আন্দোলন সংগ্রামের অসংখ্য ছবি। চিত্র প্রদর্শনীর ৬২টি ছবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ, মুগ্ধসহ হাজারো ছাত্রজনতার উপর পুলিশী হামলা, ছাত্রলীগের নির্যাতনসহ ফ্যাসিস্ট সরকারের পালিয়ে যাওয়া পরবর্তী উচ্ছ্বাসের ছবি স্থান পেয়েছে।
এছাড়া প্যাভিলিয়নের বাহিরে প্রজেক্টরে চলছে জুলাই বিপ্লবের বিভিন্ন ভিডিও চিত্র ও ডকুমেন্টরি। এসব ছবি, ভিডিও দেখে অনেকেই আন্দোলনের সংগ্রামের দিনের স্মৃতি তুলে ধরেন। বলেন সেই অকুতোভয় বীর ছাত্রজনতার রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ বিসর্জনের কথা।
চিত্র প্রদর্শনীতে দেশের বিভিন্ন এলাকায় স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সংগ্রামের আলোচিত ছবির পাশাপাশি পটুয়াখালীর আন্দোলন সংগ্রামের ছবিও বেশ গুরুত্বসহকারে স্থান পেয়েছে।
শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লবকে ধারণ করে, কারো স্বার্থে বিভক্ত না হয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ইনশাল্লাহ। এমন বার্তাই দিচ্ছে এই প্রদর্শনী।
পটুয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নাজনিন নাহার মিম বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা। সেই বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ।
পটুয়াখালী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী আবজাল হোসাইন বলেন, শহীদ ও আহতদের নিয়ে এই প্রদর্শনীর মাধ্যমে ফ্যাসিবাদকে ধিক্কার জানালো পটুয়াখালীর আপামর জনতা।
মো. এনামুল হক এনা/মো. মহিউদ্দিন