![ভয় দেখানোর চেষ্টা যারা করছেন,তাদের ঘুমের ওষুধ খেয়ে কেন ঘুমাতে বললেন চমক? ভয় দেখানোর চেষ্টা যারা করছেন,তাদের ঘুমের ওষুধ খেয়ে কেন ঘুমাতে বললেন চমক?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_18-47-18-2502081250.jpg)
ছবিঃ সংগৃহীত
অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক, যারা জুলাই বিপ্লবের শুরু থেকেই রাজপথে সক্রিয় ছিলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরেও সোশ্যাল মিডিয়ায় তাদের অবস্থান তুলে ধরছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, যদি ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন না ঘটতো, তাহলে আন্দোলনকারীদের দেশদ্রোহিতার অভিযোগে নিশ্চিহ্ন করা হত। তিনি আওয়ামী সমর্থকদের সতর্ক করে বলেন, "কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর দেশের প্রতি ভালোবাসা এক নয়।"
চমক আরও উল্লেখ করেন, তারা জানতেন যে আন্দোলনকারীদের মৃত্যুও হতে পারে, কিন্তু তবুও তারা ভয়কে উপেক্ষা করে রাস্তায় নেমেছিলেন। তিনি বলেন, "যেটা ন্যায়, সেটাকে ন্যায়ই বলব এবং যেটা অন্যায়, সেটাকে অন্যায়।" তার ভাষ্যে, যারা এখন ভয় দেখানোর চেষ্টা করছেন, তাদের জন্য তিনি পরামর্শ দেন—"ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকুন।"
চমক তার বক্তব্যে উল্লেখ করেন, তারা যেমন বাঘের মতো বাঁচতে চান, তেমনি স্বাধীনভাবে, গর্বিত হয়ে জীবন কাটাতে চান। তাদের জন্য বেঁচে থাকা আর ভয় দেখানোর ভীতু জীবন এক নয়। "আমরা একদিন বাঘের মতো বাঁচতে পারলে গর্বিত," বলেন তিনি।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/19wiS3w9Xa/
মারিয়া