![‘ধানমন্ডি ৩২’ স্বৈরাচারী, ফ্যাসিবাদ চিন্তাধারার একটা মিউজিয়াম ‘ধানমন্ডি ৩২’ স্বৈরাচারী, ফ্যাসিবাদ চিন্তাধারার একটা মিউজিয়াম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১-2502081243.jpg)
ছবি : সংগৃহীত
‘ধানমন্ডি ৩২’ স্বৈরাচারী, ফ্যাসিবাদ চিন্তাধারার একটা মিউজিয়াম বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ বলেন, তারা ১৬ বছর দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে অনেক অপরাধ করেছে। গণহত্যা ঘটিয়েছে, ভোট চুরি করেছে, অর্থনৈতিক বিশাল লুটতরাজ করেছে। বড় বড় অপরাধ করেছে। তারা গেছে, তারা শেষ। আমরা নতুন করে আমাদের দেশ গড়বো।
৫ই আগস্টের পর আমরা দেখেছি একটা মানসিকতা নিয়ে আমাদের দেশ, জাতি এগিয়ে গেছে। গতকালের আগ থেকেও অনেকে আওয়াজ তুলছিলো এবং আমি আজকেও দেখেছি সোশ্যাল মিড়িয়াতে অনেক জায়গায়, অনেক ছড়াছড়ি করছে, ‘‘পাকিস্থানি একটা মেন্টালিটি বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে, যেটা স্বাধীনতাবিরোধী।’’
বাংলাদেশের স্বাধীনতার সাথে, আমি বিষয়টি পরিষ্কার করতে চাই, ধানমন্ডি ৩২ নম্বরের সাথে ৭১ এবং বাংলাদেশের স্বাধীনতার কোনো ধরনের কোনো সর্ম্পক নাই, কখনো ছিলো না। এগুলো মিথ্যাচার, শেখ হাসিনার তৈরি করা মিথ্যাচার। শুধু শেখ হাসিনা না, পুরো আওয়ামী গোষ্ঠী, যারা মিথ্যাচারেই বিশ্বাসী, তাদের তৈরি করা একটা মিথ্যাচার।
আমাদের গর্ভমেন্ট ইন এক্সাইল তৈরি করেছিলেন তাজউদ্দিন সাহেব। মূল নেতা ছিলেন তাজউদ্দিন সাহেব। তাজউদ্দিন সাহেবের, উনার কর্ণধার, উনার কনিষ্ঠ কন্যা, তার বইতে পরিষ্কার করে লিখেছেন, ২৫শে মার্চে তাজউদ্দিন সাহেব লিড করেছেন শেখ মুজিবের সাথে যেন মিনিমাম একটা ডিক্লারেশন দেন স্বাধীনতার। শেখ মুজিবুর রহমান দেন নাই। এবং এটা নিয়ে বহু কথা হয়েছে, গত ১৬ বছর এটা নিয়ে কেউ কথা বলতে পারেনি। কেউ কথা বললেই মামলা-মোকদ্দমার আগেই উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কিন্তু শেখ মুজিবুর রহমান, উনি যত বড় নেতা ছিলেন, যা ছিলেন সেটা ভিন্ন কথা। বাংলাদেশের স্বাধীনতার কোনো ধরনের ডিক্লারেশন লিখিত, মুখে, কোনোভাবে উনি দেন নাই। যদি মুখে দিতেন, তাহলে তাজউদ্দিন সাহেবের এটা পরে বানাতে হতো না। যদি লিখিত দিতেন, তাহলে এটা আমাদের ইতিহাসের পাতায় লিখিত থাকতো।
ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বা স্বাধীনতার ইতিহাসের কোনো ধরনের কোনো সর্ম্পক নাই। ওইটা যেটা ছিলো, ওটা হাসিনা বানিয়েছিলো। তাদের স্বৈরাচারী, আওয়ামী ফ্যাসিবাদ চিন্তাধারার লিগ্যাসির একটা মিউজিয়াম বানিয়েছিলো।
সূত্র:https://www.facebook.com/watch/v=614580667826479&rdid=7JG0Vz136IG92c2A
মো. মহিউদ্দিন