ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

আরও শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট

প্রকাশিত: ১৮:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আরও শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতিবছর বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী চার ধাপ এগিয়েছে বাংলাদেশের অবস্থান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে এ পাসপোর্ট সূচক প্রকাশ করে।

একটি দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতে শক্তিশালী পাসপোর্ট সূচক নির্ধারণ করা হয়। এ বছর সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসামুক্ত সুবিধা পান।

তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন, যাদের নাগরিকরা ১৮৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। পঞ্চম স্থানে আছে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড।

সূচকে বাংলাদেশের অবস্থান ৯৩তম, যেখানে লিবিয়া ও ফিলিস্তিনও একই স্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ৩৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, যা গত বছর ৪২টি ছিল। যুদ্ধরত ইউক্রেন ও রাশিয়া রয়েছে যথাক্রমে ২৮তম ও ৪৫তম অবস্থানে। সূচকের শেষ স্থান দখল করেছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২৭টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান।

সূত্র:https://tinyurl.com/3e68k6a  

 

আফরোজা

×