![ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_18-8-29-1-2502081212.jpg)
ছবিঃ সংগৃহীত
প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দাবি করেছেন যে, আওয়ামী লীগ অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং এর সাথে ভারতীয় গণমাধ্যমও জড়িত। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে ইউনূসকে 'জঙ্গি নেতা' হিসেবে উপস্থাপন করার জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে। শফিকুল আলম আরও অভিযোগ করেন যে, বাংলাদেশের ইতিহাস মুছে নতুন ইতিহাস চাপানোর চেষ্টা হয়েছে, যা একটি পরিকল্পিত অপপ্রচার।
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা সারা পৃথিবীকে বোঝাতে চাচ্ছে যে, বাংলাদেশে ঘটিত গণ-অভ্যুত্থান আসলে একটি বড় চক্রান্ত ছিল। তিনি ইতিহাসের ভুল চিত্র তুলে ধরে বলেন, ১৫ বছর ধরে বাংলাদেশে নিপীড়ন এবং শোষণ চলেছে, যা জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। এ সময় তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষ এবং রক্ষীবাহিনীর হাতে নিহতদের কথা উল্লেখ করেন।
অধ্যাপক ইউনূসের প্রেস সচিব আরও বলেন, তাদের লক্ষ্য হল, ১৫ বছরের অবিচারের বিরুদ্ধে সেমিনার ও গবেষণার মাধ্যমে সঠিক ইতিহাস তুলে ধরা। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে আরও ১৫ বছর সংগ্রাম চলবে, যাতে এই অপপ্রচার এবং ইতিহাসের বিকৃতি বন্ধ করা যায়।
মারিয়া