![বিএনপিকে ধ্বংস করতে বেগম জিয়াকে কারাবন্দি রেখেছিল:শামসুজ্জামান দুদু বিএনপিকে ধ্বংস করতে বেগম জিয়াকে কারাবন্দি রেখেছিল:শামসুজ্জামান দুদু](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-48-2502081153.jpg)
এতিমদের জন্য আসা দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১/১১ এর সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা মামলাটি গতিশীল হয় ২০১৪ সালে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে, বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বিশেষ জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান এর পর, উচ্চ আদালতে সেই সাজা বেড়ে দাঁড়ায় ১০ বছর। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের নির্জন কারাগারের একমাত্র কয়েদ হিসেবে খালেদা জিয়া অন্তরীণ ছিলেন।
২০২০ সালের ২৫ মার্চ, কোভিড সংক্রমণের সময়, সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর, ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত হয়ে মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
২০২১ সালের ২৫ মার্চ, তিন বছরের বেশি সময় কারাগারে থাকার পর, নির্বাহী আদেশে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেন। এরপর থেকে হাসপাতাল এবং বাসার মধ্যে আসা-যাওয়া চলতে থাকে প্রায় চার বছর।
গত ৫ আগস্ট আওয়ামী লীগের শাসনের ১৫ বছরের পর, ৬ আগস্ট বেগম জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয়। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপার্সন। সেখানে, দলের নেতাকর্মী, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।৭ জানুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে বেগম জিয়াকে কারাবন্দী রাখা হয়েছে শুধুমাত্র তাদের রাজনৈতিক আক্রোশ মেটানোর জন্য।শামসুজ্জামান দুদু আরো দাবি করেছেন, সরকার খালেদা জিয়াকে কারাগারে রেখে, বিচারের নামে এক ধরনের প্রহসন করেছে।
১৫ জানুয়ারি, বেগম খালেদা জিয়ার সাজা পূর্ণাঙ্গভাবে বাতিল হয় এবং আপিল বিভাগের রায়ে খালাস পান সাবেক প্রধানমন্ত্রী।
সূত্র:https://tinyurl.com/4jy735ma
আফরোজা