ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

ফ্যাক্ট চেক

ধানমন্ডি ৩২ প্রসঙ্গে আলোচনা করতে মোদীর সাথে সাক্ষাৎতের সর্বশেষ যা জানা গেল

প্রকাশিত: ১৭:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২ প্রসঙ্গে আলোচনা করতে মোদীর সাথে সাক্ষাৎতের সর্বশেষ যা জানা গেল

সম্প্রতি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভারতের হায়দারাবাদ হাউজে বাংলাদেশ এবং ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে আলোচনা সভার দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ এবং ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে আলোচনা সভার কোনো ঘটনার নয় বরং, ২০২৪ সালের একটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে৷  

এ বিষয়ে অনুসন্ধানে প্রতীয়মান হয়, ভিডিওটি ‘তামান্না আকতার ইয়াছমিন’ নামক একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম প্রচার করা হয়েছে৷ ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নরেন্দ্র মোদী রেড কার্পেটে হেটে যাচ্ছেন এবং পাশে Ahlan Modi এবং The World Is One Family লেখা রয়েছে। 

উক্ত তথ্যের সূত্রে ভারতের প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘PMO India’তে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে৷

ফুয়াদ

আরো পড়ুন  

×