ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

একাত্তর আমাদের ভিত্তি, জামায়াতের উদ্দেশ্যে উপদেষ্টা নাহিদ

প্রকাশিত: ১৭:১৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:০৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

একাত্তর আমাদের ভিত্তি, জামায়াতের উদ্দেশ্যে উপদেষ্টা নাহিদ

১৯৭১ পরবর্তীতে এতকাল পরে ও ইচ্ছে করেই জামাত ইস্যুটা প্রাসঙ্গিক করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সম্প্রতি ফেস দ্যা পিপল এর একটি পোস্টে সেটি উল্লেখ করা হয়েছে। জামায়াত শিবির ট্যাগ দেওয়ার প্রবণতার  কথা উল্লেখ করে তিনি আরো বলেন, যেকোন বিরোধিতা বা আন্দোলনকেই জামায়াত শিবির ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল। তাঁদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। জামায়াতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাঁদের বক্তব্য দিচ্ছে।

এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মাধ্যমে তাদের কাফফারা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, কিন্তু জামায়াতকে প্রতিশ্রুতি দিতে হবে, একাত্তর মীমাংসিত বিষয়। এ নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক বিরোধীতা করবে না। একাত্তর বিরোধী অবস্থান নিবে না, এ নিশ্চয়তা তাঁদের দিতে হবে।

উপদেষ্টা নাহিদ আরো বরেন, এখন মূল নেতৃত্ব একাত্তর নিয়ে কথা বলছে না, কিন্তু অনলাইন অ্যাকটিভিস্টরা নানা কথা বলে বিতর্ক চালাচ্ছে। আবারো বিভাজনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। একাত্তর আমাদের ভিত্তি। এটাই শেষ কথা।

ফুয়াদ

আরো পড়ুন  

×