![গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত করার ঘোষণা এসপি’র গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত করার ঘোষণা এসপি’র](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_17-3-2-2502081106.jpg)
ছবিঃ সংগৃহীত
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি তোলা হয়। পরে অপারেশন ডেভিল হান্ট এর ডাক দেওয়া হয় সারাদেশে। গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার।
সমাবেশে বক্তারা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, রাসেলসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। এছাড়া, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আহ্বান জানান।
শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় ১৫ জন শিক্ষার্থী আহত হন। অভিযোগ রয়েছে, হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এবং পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি। পরে সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানায়।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/15mVN7KXAy/
মারিয়া