![গাজীপুরে ছাত্রদের বিক্ষোভ সমাবেশে হাসনাত সারজিস গাজীপুরে ছাত্রদের বিক্ষোভ সমাবেশে হাসনাত সারজিস](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_16-2-37-2502081004.jpg)
ছবিঃ সংগৃহীত
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনের সামনে ছাত্রদের ওপর হামলার অভিযোগ ওঠে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৪ জন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আহত হন।
হামলার প্রতিবাদে শনিবার সকালে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজবাড়ী মাঠে একটি বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা রাজবাড়ী সড়কে মিছিল বের করে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দেন। একপর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে, যানবাহনগুলো হাসপাতাল সড়ক দিয়ে বিকল্প পথে চলাচল করে।
বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
মারিয়া