![সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে বোনকে নিয়ে যাওয়ায় হাসিনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝাড়লেন মাসুদ কামাল সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে বোনকে নিয়ে যাওয়ায় হাসিনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝাড়লেন মাসুদ কামাল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-43-2502080949.jpg)
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার বোন শেখ রেহানাকে সঙ্গে নেওয়া নিয়ে তীব্র সমালোচনা করলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি এটিকে সংবিধান পরিপন্থী এবং ব্যক্তিগত স্বৈরাচারের প্রকাশ বলে অভিহিত করেছেন।
সংবিধানে কোথাও লেখা নেই যে প্রধানমন্ত্রী তার বোনকে সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়ে যেতে পারবেন। কিন্তু তারপরও তিনি নিয়ম ভেঙে সেটি করছেন।এ নিয়ে এক আলোচনায় মাসুদ কামাল বলেন,“সংবিধানে কোথাও লেখা ছিল যে,প্রাইম মিনিস্টারের বোন, সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন? নাই!কিন্তু উনি তো নিয়ে গেছেন।এর মানে কি উনি দেশটাকে উনার পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করেননি?এই দেশটা কি উনার ব্যক্তিগত সম্পত্তি?সংবিধানে কি তাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? না! তারপরও তিনি করেছেনএটা কি ব্যক্তিগত স্বৈরাচার নয়?
শেখ হাসিনার বিগত কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাসুদ কামাল বলেন, "যদি আওয়ামী লীগ সত্যিই স্বৈরাচারী হয়ে থাকে, তাহলে এই দলটিকে নিষিদ্ধ করে দেওয়া উচিত।"
সূত্র: https://tinyurl.com/3z5tm9pc
আফরোজা