![কেবল গর্ধবই তার ভুলের উপর প্রতিষ্ঠিত থাকে, থাকতে চায়: আমান আযমী কেবল গর্ধবই তার ভুলের উপর প্রতিষ্ঠিত থাকে, থাকতে চায়: আমান আযমী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-44-2502080854.jpg)
ছবি: সংগৃহীত
আব্দুল্লাহিল আমান আযমী তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, যে কোন মানুষই ভুল করতে পারে। তবে, কেবলমাত্র গর্দভই তার ভুলের উপর প্রতিষ্ঠিত থাকে, থাকতে চায়।
আসলে মানুষ মাত্রই ভুল করে, তবে ভুলের ওপর স্থির থাকা নিন্দনীয়। ইসলামের দৃষ্টিতে, ভুল স্বীকার করা দুর্বলতার নয়; বরং এটি নৈতিক শক্তির প্রমাণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'প্রত্যেক মানুষ ভুল করে, সর্বোত্তম ভুলকারী সে, যে অনুতপ্ত হয় এবং ক্ষমা প্রার্থনা করে।'
তাই, ভুল করা স্বাভাবিক হলেও, সেই ভুলের ওপর অটল থাকা উচিত নয়। বরং ভুল স্বীকার করে সংশোধন করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। এতে মানুষের নৈতিক উন্নতি ঘটে এবং আল্লাহর রহমত লাভ করা যায়।
মুহাম্মদ ওমর ফারুক