![সরকারের ৬ মাসের সফলতা এবং ব্যর্থতার হিসাব সরকারের ৬ মাসের সফলতা এবং ব্যর্থতার হিসাব](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-42-2502080818.jpg)
ছবি: সংগৃহীত
গত ৫ ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আজ এই সরকারের ৬ মাস অতিবাহিত হয়েছে।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব সমূহ ছিল আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, আহতদের সুচিকিৎসা করা এবং নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা। পাশাপাশি সকল খাতে সার্বিক সংস্কার নিশ্চিত করা।
তবে সরকার এই দায়িত্বসমূহ কতটুকু পালন করতে পেরেছে সেই প্রশ্ন থেকেই যায়। আইন শৃঙ্খলা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচারে সরকারের ধীরগতিতে অসন্তুষ্ট দেশের নাগরিক সমাজ। বিশ্লেষকরা মনে করেন সরকারের অতিরিক্ত নমনীয়তা এই দায়িত্ব সমূহ যথাযথ পালনে বাধা হয়ে দাঁড়িয়েছে। অথচ এখনো পুরোপুরি ঠিক হয়নি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা বলেন, আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনে আমরা সরকারের স্থবিরতা লক্ষ্য করেছি।
গণঅভ্যুত্থানে জড়িতদের বিচারের প্রক্রিয়া দ্রুত না হওয়ার কারণ হিসেবে আমলাদের অসহযোগিতাকে দায়ী করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যদি কোন দেশে এরকম দেউলিয়াত্ব এবং রুলিং মানসিকতার আমলা থাকে সে দেশের কার্যক্রম কখনোই আগাতে পারে না বলে মনে করেন হাসনাত আব্দুল্লাহ।
মুহাম্মদ ওমর ফারুক