ছবি: সংগৃহীত।
রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পাল্টে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’।
শনিবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্লকে বঙ্গবন্ধুর নামের পরিবর্তে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ঝুলানো হয়েছে।
এর আগে, বুধবার পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রাজনৈতিক ভাষণের পর দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে শেখ মুজিবের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার পাশাপাশি সারা দেশে শেখ পরিবারের সদস্যদের ম্যুরাল এবং নাম সম্বলিত বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এই ধারাবাহিকতায়, এবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এর নামও পাল্টে দেওয়া হলো ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হিসেবে।
এছাড়া, জানা গেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বিএসএমএমইউতে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে নতুন নামের এই ব্যানার সাঁটিয়েছেন। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত এই পরিবর্তন নিয়ে কোন মন্তব্য করতে পারেনি।
নুসরাত