ছবি: সংগৃহীত
বইমেলায় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা স্বীকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি। যার প্রভাব পড়েছে তার ১ মিলিয়ন ফলোয়ারের বিশাল ফেসবুক পেজের উপর। অনেকেই ক্ষুব্ধ হয়ে তার ফেসবুক পেইজে রিপোর্ট করছেন। যার কারণে তার ফেসবুক পেজে সমস্যা দেখা দিয়েছে। সেটা নিয়ে কিছুক্ষণ আগে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
ফেসবুক পোস্টে কাফি বলেন, পেইজে কপিরাইট আসছে। ইতিমধ্যে অনেকগুলো পোস্ট রিমুভ - মনিটাইজেশন বন্ধ। পেইজে কপিরাইট দিয়ে - পেজটা নষ্ট করে - এটা তো কোনো সমাধান হতে পারে না। বই তো ঠিকই নিবে ভলোবাসার মানুষজন। মেলায় গিয়ে নিবে, অনলাইন থেকে নিবে।
পোস্টে তিনি সমস্যা সমাধানের জন্য বলেন, একটা গুড সলিউশন আছে বাংলা একাডেমি থেকে আমার বই গুলো নিষিদ্ধ করান। যেহেতু কন্টেন্ট বানাই কন্টেন্ট ক্রিয়েটরদের বই, বই মেলায় থাকা উচিৎ না বলে একদল ভালোবাসার মানুষজন বলছেন। সেহেতু কপিরাইট দিয়ে পেজটা নষ্ট না করে বই নিষিদ্ধ করালেই কিন্তু কাহিনী শেষ।
ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর কাফির দুটো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বইমেলায় বই বিক্রিরত অবস্থায় তাকে দেখা গেছে। প্রথম ভিডিওতে কাফি এক সুন্দরী মেয়ে ভক্তকে ছয়টি গোলাপ ফুল দিয়ে উইশ করছিল এবং পাশে অন্য অন্য একটি মেয়েকে একটিও দেননি ।এমনকি তার দিকে তাকানোরও প্রয়োজন মনে করেননি। অন্য একটি ভিডিওতে দেখা যায় তিনি তার এক নারী ভক্তের হাত ধরে টানাটানি করছেন। নেটিজেন দের মধ্যে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে।
সোর্স: https://www.facebook.com/share/p/1JTzbJTq8C/
মুহাম্মদ ওমর ফারুক