![ফার্মগেটে বোমা সদৃশ বস্তু উদ্ধার, পুলিশ সতর্ক অবস্থায় ফার্মগেটে বোমা সদৃশ বস্তু উদ্ধার, পুলিশ সতর্ক অবস্থায়](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/police--20240731153135-2502080733.jpg)
ছবি: সংগৃহীত।
রাজধানীর ফার্মগেটে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। বস্তুটি পাওয়া যাওয়ার পর পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং সতর্ক অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে একটি তথ্য জানান আরিফ নামে এক ব্যক্তি।
পুলিশের সূত্রে জানা গেছে, ফার্মগেটের ওই অংশটি ডিএমপির শেরেবাংলা নগর থানার আওতাধীন। এই এলাকায় বোমা সদৃশ বস্তু পাওয়া যাওয়ার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখন পর্যন্ত আরও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত বোমা সদৃশ বস্তুটি সরানোর কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নুসরাত