ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

মুজিব বংশের সবাই অর্থপাচারের সঙ্গে জড়িত: ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যন

প্রকাশিত: ১৩:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

মুজিব বংশের সবাই অর্থপাচারের সঙ্গে জড়িত: ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যন

ছবি: সংগৃহীত।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ দাবি করেছেন যে, মুজিব বংশের সবাই অর্থপাচারের সঙ্গে জড়িত এবং বিচারব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অর্থপাচার করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বক্তব্যে তিনি বলেন, “অতীতের বিচারব্যবস্থা অর্থপাচারকে উৎসাহিত করেছে এবং কলুষিত করে অর্থপাচারে সহায়তা করেছে।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে অর্থপাচার করতে বিচারবিভাগকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আওয়ামী শাসনামলে অর্থপাচারের বসন্তকাল ছিল। এই অর্থপাচারে সহযোগিতা করেছে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে আমলা প্রশাসন।”

তিনি অভিযোগ করেন যে, অর্থপাচারের সঙ্গে তৎকালীন সাবেক ডেপুটি গভর্নর এস সুর ও সাবেক গভর্নর ড. আতিউর রহমান জড়িত ছিলেন।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, "আবার ফ্যাসিস্ট সরকার এসে বাংলাদেশ দখল করে ফেলতে পারে।"

দুঃশাসন ও অর্থপাচার বন্ধে আর্থিক খাতকে কলঙ্কমুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×