![মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের ওপর হামলা, নেপথ্যে যারা মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের ওপর হামলা, নেপথ্যে যারা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-32-2502080649.jpg)
ছবি সংগৃহীত
দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদের ওপর মাইকে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র জানায়, শিক্ষার্থীদের প্রতারণার ফাঁদে ফেলে ঘটনাস্থলে ডেকে আনা হয়েছিল। ফোন করে জানানো হয়, সাবেক মন্ত্রীর বাড়িতে কয়েকজন ছাত্রকে আটকে রাখা হয়েছে। দ্রুত মুক্ত করতে সেখানে যেতে বলা হয়।
তেমন কোনো প্রস্তুতি না নিয়ে শিক্ষার্থীরা সেখানে গেলে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সদস্যরা প্রচার করেন, ডাকাত ঢুকেছে। এরপরই শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাবওল আহমেদ অভিযোগ করেন, শিক্ষার্থীরা ফাঁদে পড়েছে, এটা বুঝতে পেরে বারবার পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশ দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় সূত্রের দাবি, এই হামলার মূল পরিকল্পনাকারী গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সম্প্রতি এক ফোনালাপে তিনি উসকানিমূলক মন্তব্য করেন। তার বক্তব্য অনুযায়ী, এই হামলা ছিল পরিকল্পিত এবং এর মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে।
এই হামলার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
আশিক