ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

গাজীপুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি

প্রকাশিত: ১২:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। 

তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে গাজীপুরের এই ঘটনা এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। অন্যদিকে এই হামলার প্রতিবাদে আজ গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ ইতিমধ্যেই গাজীপুরে পৌঁছেছেনখ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে জানা যায়, রাত ১০টার দিকে ১০০-১৫০ জনের একটি দল মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় মসজিদের মাইকে 'ডাকাত পড়েছে' বলে ঘোষণা দিলে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে হামলাকারীদের প্রতিরোধ করে। ধাওয়া খেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ১৬-১৭ জনকে আটক করে পিটুনি দেয়, এতে তারা আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, হামলার ঘটনায় ১৪-১৫ জন আহত হয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ওই ঘটনায় সকাল ১০টা পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

মুহাম্মদ ওমর ফারুক

আরো পড়ুন  

×