![আবার পিজি হাসপাতাল, নাকি নতুন নাম? আবার পিজি হাসপাতাল, নাকি নতুন নাম?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-37-2502080617.jpg)
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন নিয়ে সম্প্রতি বিভিন্ন ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্লকে 'বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)' নামের ব্যানার টানানো হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার জানান, 'অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে অচিরেই নতুন প্রজ্ঞাপন আসবে।'
এর আগে, ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সম্বলিত সাইনবোর্ড খুলে ফেলা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব জানান, 'নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান আছে। আগামী ২-৩ দিনের মধ্যে এ নিয়ে দাপ্তরিক কোনো সিদ্ধান্ত আসবে।'
এছাড়া, ৭ জানুয়ারি ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের নাম 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার' থেকে পরিবর্তন করে 'শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার' রাখা হয়েছে। ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীনকে বিএসএমএমইউ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মুহাম্মদ ওমর ফারুক