ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

সরকারের ব্যর্থতা এবং রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন আব্দুল কাদেরের

প্রকাশিত: ০৯:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

সরকারের ব্যর্থতা এবং রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন আব্দুল কাদেরের

সমন্বয়ক আব্দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন।

সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে মেইনস্ট্রিম রাজনৈতিক দলগুলা উদ্ভূত পরিস্থিতি সমাধান করার নিয়তে এগিয়ে আসেনি; বরং বসে বসে তামাশা দেখেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা তো অবশ্যই আছে; তবে এই সরকার গঠনের সময় ব্যর্থ করে দেওয়া এবং পরবর্তীতে সরকারের ব্যর্থতা কামনায় দিনরাত কলকাঠি নাড়ানোর কাজে রাজনৈতিক দলগুলার ভূমিকার কথাও আপনাদের মাথায় রাখতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক থাকলে, গণহ'ত্যাকারী এবং তাদের দোসরদের বিচার নিশ্চিত করা গেলে আজকে মব জাস্টিসের প্রয়োজন পড়তো না।

তিনি লিখেছেন, ৫ তারিখের পরে নিপীড়িত জনতা এতো এতো রক্তের পরেও তো সহিংসতায় জড়ায়নি, ভাঙচুর করেনি, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। একবার ভাবেন, তখন যদি জনগণ মব জাস্টিস কায়েম করতো, তাহলে তো দেশে রক্তগঙ্গা বয়ে যেতো! কিন্তু সেই শান্ত-বুঝদার জনতা এখন কেনো মব জাস্টিসের পথে উদ্ভুদ্ধ হচ্ছে? কারা এই পরিস্থিতি তৈরী করল?

প্রশ্ন তুলে আরো লিখেছেন, সরকার গঠনের আগে তড়িঘড়ি করে কারা ৭ তারিখেই নিজেদের মনমতো পুলিশের আইজিপি বসাইলো, কারা নিজের দলীয় পদধারী ব্যক্তিকে অ্যাটর্নী জেনারেল বানাইলো? সেই পুলিশের আইজিপি জুলাই পরবর্তী চার মাস কেনো আইনশৃঙ্খলা ব্যবস্থাকে স্থবির করে রেখেছে? কেনো উল্লেখযোগ্য সংখ্যক স*ন্ত্রাসীকে গ্রেপ্তার করে নাই/ করতে পারে নাই? স*ন্ত্রাসীরা জেলের ভেতরে থাকলে তো আজকে জনতা মব জাস্টিসের পথ বেছে নিতো না!

আরেকটা ধর্তব্যের বিষয় হইলো, আগস্টের ৫ তারিখের পর থেকে কাদের শেল্টারে লীগের স*ন্ত্রা'সীরা দোর্দণ্ডপ্রতাপে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? কারা গ্রেপ্তারের পরে থানায় হা'মলা করে

আসামীকে ছিনিয়ে নিয়ে আসতেছে? কারা স্থানীয় পর্যায়ে থানা-পুলিশ'কে কুক্ষিগত করে রাখছে? সরকারের ব্যর্থতা তো অবশ্যই আছে, তার সাথে সাথে আমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান মাথায় নিয়ে আগাইতে হবে; না হয় পরিস্থিতির উন্নতি হবে না, সরকারের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানো দুঃসাধ্য হয়ে যাবে। ৫-ই আগস্ট পরবর্তী কুশীলবদের উদ্দেশ্য পরিপূর্ণভাবে হাসিল হবে।

শত আক্ষেপ নিয়ে বলতে হয়, এদেশে ৪৭ হইলো, ৭১ হইলো, নব্বই হইলো, সর্বশেষ চব্বিশের গণঅভ্যুত্থান হইলো, তারপরও আমরা কেনো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে, মানুষের কল্যাণে একটা বার কাজ করতে পারি না? বারবার কেনো দলীয় স্বার্থের কাছে দেশের মানুষ হেরে যায়, মাতৃভূমি হেরে যায়??

আশিক

×