ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

নির্বাচনের আগে সংস্কার না হলে কি হবে জানালেন উপদেষ্টা নাহিদ

প্রকাশিত: ০৭:১০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনের আগে সংস্কার না হলে কি হবে জানালেন উপদেষ্টা নাহিদ

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে, অন্যথায় অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে বাসসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা সংস্কার ও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক হিসেবে দেখি। সংস্কার কমিশন প্রয়োজনীয় পরিবর্তন আনতে কাজ করছে।"

তিনি আরও বলেন, "স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনে আমরা অবিচল।"

নাহিদ ইসলাম জানান, গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলেও এখন কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থের পেছনে ছুটছে। ফলে রাজনৈতিক ঐক্যের অভাব সংস্কার প্রচেষ্টার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আশিক

×