ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

গাজীপুরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত: ০৬:১৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৬:১৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

 

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানয় কিছু ব্যক্তি তাঁদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 

এ ঘটনায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ফেইজবুকে এক পোস্টে বলেন,গাজীপুরের মাটিকে মুক্ত করতে আসছি আমরা।

সারজিস আলম তার ফেজবুকে বলেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভ্যারিফাইড ফেজবুক পোস্টে জানায়, গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে রাজবাড়ি মাঠ, গাজীপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের আপামর ছাত্রজনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

 

সাজিদ

×