ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

পরবর্তী বাংলাদেশটা আমাদের: হাসনাত

প্রকাশিত: ০৩:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

পরবর্তী বাংলাদেশটা আমাদের: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পরবর্তী বাংলাদেশটা আমাদের। আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এক লাইভে এসে এ কথা বলেন তিনি।

এ সময় কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩২ নম্বরের বাড়ি পাঁচ আগস্টই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, পাঁচ আগস্টের পরে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে হুমকি ধমকির স্বাধীনতা উপভোগ করছে।

তিনি বলেন বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, একটি ফ্যাসিবাদী শক্তি। তাদের ভিত্তি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই। এখনো হুমকি-ধমকি অব্যাহত আছে।

সজিব

×