ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

শেখ হাসিনার উস্কানিতেই ধানমন্ডি ৩২ এর ঘটনা ঘটেছে: মাসুদ কামাল

প্রকাশিত: ০১:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার উস্কানিতেই ধানমন্ডি ৩২ এর ঘটনা ঘটেছে: মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

সম্প্রতি সিনিয়র সাংবাদিক মাসুদ কালাম একটি বেসরকারি টেলিভিশন টকশোতে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন। তিনি বলেন, দেশে যে ধরণের ঘটনা ঘটছে, এটা অনাকাঙ্ক্ষিত। তারপরও এটা ছিলো অবধারিত। এখানে একটা উস্কানি ছিলো, আর প্রধান উস্কানিটা আসে শেখ হাসিনার কাছে থেকে। শেখ হাসিনাকে কেন ৬ মাসের মাথায় এই ভাষণটা দিতেই হবে ?

 

তিনি বলেন, শেখ হাসিনার ৪৭ মিনিটের ভাষণটা আমি শুনেছি যে উনি কি কারণে ভাষণটা দিচ্ছেন।  মাসুদ কালাম শেখ হাসিনার বক্তব্যে তার কৃতকর্মের জন্য ক্ষমা আশা করছিলেন।

তিনি আরও বলেন, উনার ভাবভঙ্গি কথাবার্তা শুনে মনে হচ্ছে উনি এখনো ক্ষমতায় আছেন,একটু বেড়াতে গেছেন।

 

ভিডিও লিংক: শেখ হাসিনার উস্কানিতেই ধানমন্ডি ৩২-এর ঘটনা ঘটেছে: মাসুদ কামাল | Dhanmondi 32 | Masood Kamal

তাবিব

×