ছবি : সংগৃহীত
দেশের কোন জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী মতের উপর যেভাবে বছরের পর বছর অমানবিক নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে, তার উপর ক্ষুব্ধ হয়ে মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িটি এখন ঘৃণা স্তম্ভে পরিণত করেছে।
ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও মতের মানুষদের নতুন বাংলাদেশ করার আহ্বান জানিয়ে গণঅভ্যুত্থানের এই নেতা বলেন, দেশ গঠনে প্রশাসনকেও সহযোগী ভূমিকা রাখতে হবে। তা না হলে তারাও অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে জানান তিনি।
তবে আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে পুঁজি করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ এই পরবর্তী ৫ই আগস্ট বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আর নির্যাতিত যারা রয়েছে, এখানে প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা এই ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতভেদ থাকলেও, আমাদের পলিসি, ডিসকাশন এর মধ্য দিয়ে, রাজনৈতিক ইভেন্টের মধ্য দিয়ে, আমরা সেগুলোকে সমাধান করব।
ভারত বিরোধী আগ্রাসনের আমরা আর কোনভাবে বাংলাদেশে একটা সেফ হাউস হইতে দিব না এবং আওয়ামী ফিকেশনের বাংলাদেশ, এর কোন ধরনের আর সুযোগ থাকবে না। এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রণোদিতভাবে ভেঙে ঘুরিয়ে দিয়েছে, আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য! কাউকে পান নাই।
মো. মহিউদ্দিন