ছবি: সংগৃহীত
সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজা বলেছেন, গণহত্যার সময় শেখ হাসিনার যে নির্মম চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে, এবারও ঠিক একই বা তার চেয়েও ভয়ঙ্কর চেহারায় তিনি আবির্ভূত হয়েছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতা প্রসঙ্গে তিনি বলেন, "একটি সরকার কখনো নীরব থাকতে পারে না। তাকে কোনো না কোনোভাবে সক্রিয় থাকতে হয়। তাই প্রশ্ন উঠছে, এই নীরবতার পেছনে কী কারণ আছে?"
গোলাম মোর্তোজা আরও বলেন, "বর্তমান পরিস্থিতি নিয়ে দুই ধরনের আলোচনা চলছে—একটি পক্ষ বলছে, যা ঘটেছে তা ভালো হয়েছে, অন্য পক্ষ বলছে, এটি দেশের ইমেজ ও ড. ইউনুসের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। তবে এর গভীরতর প্রেক্ষাপট আলোচনায় আসছে না।"
তিনি বলেন, "বাংলাদেশে সম্প্রতি যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, তা ছিল ভয়াবহ রক্তাক্ত। এটি কেবলমাত্র শ্রীলঙ্কার মতো বাড়িঘর দখল পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং শত শত তরুণের প্রাণহানি ঘটেছে।"
তিনি আরও বলেন, "এই অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকার ভয়াবহ পরাজিত হয়েছে। তরুণদের আন্দোলনে গুলির শিকার হয়ে হাজারো প্রাণহানি ঘটেছে, যার নির্দিষ্ট সংখ্যা এখনো নির্ধারণ হয়নি। তবে প্রাথমিক তালিকায় প্রায় ৯০০ জনের নাম উঠে এসেছে। এই হত্যাযজ্ঞের পর শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন, এবং ৫ আগস্ট অভ্যুত্থানকারীরা বিজয়ী হয়।"
ভিডিও দেখুন: https://youtu.be/xcfnvK9fNwk?si=GCJeIzHA0CsohMYx