![লঞ্চে করে ট্রফি আসতেছে! লঞ্চে করে ট্রফি আসতেছে!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/pabna-83-2502071733.jpg)
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে উল্লেখ করেন, লঞ্চে করে ট্রফি আসতেছে! বরিশালের দুর্দান্ত জয়, চিটাগংকে পেছনে ফেলে দ্বিতীয় শিরোপা! অভিনন্দন!
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) হিমি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেন। যা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
তাবিব