![নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের প্রার্থীদের ওপর লাঠিচার্জ কয়েকজন আহত নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের প্রার্থীদের ওপর লাঠিচার্জ কয়েকজন আহত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-2502071649.jpg)
.
হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। শুক্রবার বিকেল তিনটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে আহত এক নারীকে সিএনজিচালিত অটোরিক্সায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
এর আগে, সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। পরে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে আসেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তখন পুলিশের সঙ্গে তাদের বাকবিত-া হয়।
ঘটনাস্থলে দেখা যায়, হাইকোর্টের রায় বাতিলসহ যোগদানের তারিখ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তারা মিন্টো রোডের সামনে এলে পুলিশ বাধা দেয়। সেই সময় চাকরি প্রার্থীরা মিন্টো রোডে বসে পড়েন। পরে পুলিশ তাদের সেখানে থেকে উঠিয়ে দেয়। এ সময়ই বাঁধে হট্টগোল। দেখা যায়, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন। জলকামানের পানিতে আন্দোলনকারীরা ভিজে গেছেন। অনেকের মোবাইল, ব্যাগও ভিজে গেছে। ভেজা শরীরেও স্লোগান দিতে থাকেন তারা। এতে কাজ না হওয়ায় পুলিশ লাঠিচার্জ করে মিন্টো রোডের সামনে থেকে শাহবাগ হয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে নিয়ে যায়।
বাতিল হওয়া প্রার্থীরা জানান, তাদের সব পরীক্ষাসহ নিয়োগের সবকিছু শেষ হয়ে গেছে। এখন শুধু যোগদানের বাকি রয়েছে। যোগদানের তারিখ ঘোষণা করার আগে নিয়োগ বাতিল করা হয়েছে। হাইকোর্টের এ রায় বাতিল করতে হবে এবং আমাদের যোগদানের তারিখ ঘোষণা করতে হবে।
জুমার নামাজের পর পর গুরুত্বপূর্ণ এই সড়কে এমন হট্টগোলের ফলে মিন্টো রোড, শাহবাগসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। শুক্রবার বন্ধের দিন হওয়া সত্ত্বেও যানজটে আটকা পড়েন অনেকে। বিড়ম্বনায় পড়েছেন বইমেলায় আগত দর্শনার্থীরা।
দেখা যায়, বেলা আড়াইটা থেকে প্রেস ক্লাব, মৎস্য ভবন ও শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। কাকরাইল মসজিদ হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাকরাইল, পল্টন মোড়, শান্তিনগর সিগন্যাল পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে মিন্টো রোডে ঢোকার রাস্তা পুলিশ বন্ধ করে রাখে। ফলে মিন্টো রোডে কোনো গাড়ি ঢুকতেই পারেনি। আর চারটার পর পর মিন্টো রোড থেকে আগত যানবাহন উল্টো ডাইভারশন দিয়ে ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল পয়েন্ট দিয়ে বের করে দেয় ট্রাফিক পুলিশ। এতে চারটার পর থেকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
গত বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।
এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে উত্তীর্ণদের ফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগবঞ্চিত ৩০ প্রার্থী হাইকোর্টে রিট করেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালত তার আদেশে এ নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। আর রুলে ৩১ অক্টোবর ফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে ১১ নভেম্বরের নির্দেশনাসংবলিত স্মারক কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সে রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেন উচ্চ আদালত।