ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

ধানমন্ডি ৩২: কেউ তুলছেন সেলফি, কেউ খুলছেন রড

প্রকাশিত: ২১:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২: কেউ তুলছেন সেলফি, কেউ খুলছেন রড

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে মঙ্গলবার সকাল থেকে মানুষের ঢল নেমেছে। ঐতিহাসিক এই বাড়িটি সম্প্রতি ভাঙচুরের শিকার হয়েছে, আর সেই ভাঙা বাড়িটি দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

অনেকে বাড়িটির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন, কেউ সেলফি তুলছেন, আবার কেউ কেউ কংক্রিটের স্ল্যাব ভেঙে রড খুলে নিচ্ছেন।

গত বুধবার রাতে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্রজনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতেই সেখানে ক্রেন, এক্সকাভেটর এবং বুলডোজার এনে বাড়িটি ভাঙচুর করা হয়। তবে বাড়ি ভাঙার পরেও সাধারণ মানুষের কৌতূহল কমেনি, বরং সেটি দেখার আগ্রহ বেড়েছে।

বাড়ি দেখতে আসা অনেকেই বলছেন, এই ভাঙা বাড়িটি ভবিষ্যতের শাসকদের জন্য একটি শিক্ষা হওয়া উচিত।

এক দর্শনার্থী বলেন, "আমি স্বচক্ষে দেখে হতবাক হয়ে গেছি যে কীভাবে মানুষ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যারা ভবিষ্যতে দেশ চালাবে, তারা যেন এই চিত্র দেখে শিক্ষা নেয়।"

এদিকে, মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর চেষ্টা করেন এক ব্যক্তি, তবে উপস্থিত জনতার বাধায় তিনি ব্যর্থ হন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, "আমরা অন্য কোনো দেশ স্বাধীন করিনি, আমরা স্বাধীন করেছি বাংলাদেশ। এখানে যদি কোনো পতাকা উড়ে, তবে তা বাংলাদেশেরই হওয়া উচিত।"

এছাড়া গত দুই দিনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের অন্তত ৩৩টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শহরজুড়ে অস্থিরতা বিরাজ করছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।

ভিডিও দেখুন: https://youtu.be/MoHs0JRu9AA?si=Ljn00SRhFbV0WSba

এম.কে.

×