ছবিঃ সংগৃহীত
নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের পুলিশ সদস্যদের দাবি ও তাদের দুর্দশার বিষয় তুলে ধরে বলেছেন, “পুলিশরা যদি আন্দোলন করে, কর্মবিরতি দেয়, তাহলে চুরি ডাকাতি কিছুই থাকবে না।” তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশের এএসআই পদে কর্মরত একজন ব্যক্তি, যিনি ঢাকায় কর্মরত, তার বেতন মাত্র ২৮ হাজার টাকা। এর মধ্যে বাসাভাড়া ১৬ হাজার টাকা, বাকি ১৪ হাজার টাকায় মাবাবা, সন্তানসহ জীবনযাপন করা সম্ভব নয়। সরকার থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট উত্তর চাই।”
মান্না প্রশ্ন করেন, “ বলা হলো বৈষম্যবিরোধী আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে এই সরকারের কোন কর্মকর্তা বা উপদেষ্টা কোন বক্তব্য দিয়েছেন?”
তিনি আরও যোগ করেন, “নির্বাচন জরুরি, যেন আমরা সরকার গঠন করতে পারি এবং এই সরকার পরবর্তী সময়ে সংস্কার করে কাজ করতে পারে।”
এই মন্তব্যের পাশাপাশি, মান্না ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করেন যে, "বুলডোজার থামাতে তিনি সক্ষম হচ্ছেন না" ।
মারিয়া