ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

১০ বছর ধরে কোন পে স্কেল হয় না, সরকারি কর্মচারীদের বেতনের বৈষম্য আছে: সাকি

প্রকাশিত: ২১:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

১০ বছর ধরে কোন পে স্কেল হয় না, সরকারি কর্মচারীদের বেতনের বৈষম্য আছে: সাকি

ছবিঃ সংগৃহীত

সরকারি কর্মচারীরা ১০ বছর ধরে তাদের পে স্কেল সংশোধন না হওয়ার ফলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেতন এবং অন্যান্য ভাতাদিতে বৈষম্য রয়েছে, যার কারণে কর্মচারীরা ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরে পে স্কেল আপডেট না হওয়া, বেতনের বৈষম্য এবং গ্রাচুইটি না পাওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে সাকি, তার হতাশা প্রকাশ করেছেন এবং বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, শেখ হাসিনা সরকার দেশের অর্থনীতি শোষণ করে জনগণের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে। তার মতে, সরকারের কার্যকলাপের ফলে দেশের সম্পদ পাচার করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, জনগণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এক অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছে, যা সরকারের জনগণের প্রতি উদাসীনতার ফলস্বরূপ হয়েছে। সাকি আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকার দেশের সকল মানুষের দাবি এবং অধিকার সম্মান করে, এবং বৈষম্য দূর করে সুষ্ঠু সমাধান প্রদান করবে।

তথ্যসূত্রঃ https://youtu.be/ahC8G0NgZKo?si=XwefVT7T82vm3Rc8

মারিয়া

×