ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

হাসিনার উস্কানির খেসারতে ধ্বংসস্তূপ শেখ মুজিবের বাড়ি: সাধারণ মানুষ

প্রকাশিত: ১৯:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনার উস্কানির খেসারতে ধ্বংসস্তূপ শেখ মুজিবের বাড়ি: সাধারণ মানুষ

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানির খেসারত দিতে হয়েছে এই বাড়িটিকে। ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত এই প্রতীকী স্থাপনা, যা ইতিহাসের এক অনন্য স্বাক্ষর বহন করছিল, তা এখন শুধুই ইট-কাঠের ধ্বংসস্তূপ।

গত কয়েক দিনে এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হলেও শুক্রবার কোনো কার্যক্রম চালানো হয়নি। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে ভিড় জমায়, কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও ধারণ করছেন।

সাধারণ মানুষের অভিযোগ, তারা ন্যূনতম জীবিকা নির্বাহের নিশ্চয়তা চায়, অথচ শাসকেরা ক্ষমতা কুক্ষিগত করার রাজনীতি নিয়ে ব্যস্ত। তাদের মতে, এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ না করে ভেঙে ফেলার সিদ্ধান্ত একক কর্তৃত্ববাদী চিন্তার বহিঃপ্রকাশ।

এদিকে, অনেকে মনে করছেন, সীমালঙ্ঘন কখনোই সুফল বয়ে আনে না। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই ভবন ভবিষ্যৎ শাসকদের জন্য এক সতর্কবার্তা হিসেবে কাজ করবে। জনগণের ম্যান্ডেটকে অবহেলা করলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনা সেটাই প্রমাণ করে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এটি ছিল একটি আতুর ঘর, যেটিকে পুঁজি করে বহু রাজনৈতিক প্রচার চালানো হয়েছে। কিন্তু জনগণের ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে।

অন্যদিকে, ধ্বংসস্তূপ ঘিরে নিম্নবিত্ত মানুষের ভাগ্য খুলেছে বলে মন্তব্য করছেন কেউ কেউ। অনেকে বাড়ির ইট ও রড সংগ্রহ করে বিক্রির চেষ্টা করছেন। এই কাজ করতে গিয়ে এক ব্যক্তি দোতলা থেকে পড়ে আহত হয়েছেন বলেও জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য এটি একটি বড় শিক্ষা। জনগণের মতামত ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না থাকলে, এমন পরিণতি এড়ানো সম্ভব নয়।

ভিডিও দেখুন: https://youtu.be/AZ7zC5DspqQ?si=-8Yz7C4X-ku852PN

×