![উপদেষ্টামণ্ডলীতে আওয়ামী লীগের প্রেতাত্মা বলতে কাদের বুঝিয়েছেন নিলোফার চৌধুরী? উপদেষ্টামণ্ডলীতে আওয়ামী লীগের প্রেতাত্মা বলতে কাদের বুঝিয়েছেন নিলোফার চৌধুরী?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-5_19-30-38-2502071334.jpg)
ছবিঃ সংগৃহীত
নিলোফার চৌধুরী সম্প্রতি এক বক্তৃতায় বলেন, “এখনকার উপদেষ্টামণ্ডলীতে আওয়ামী লীগের প্রেতাত্মাগুলি বসে আছে। তাদের প্রভাব এখনো রয়েছে, কারণ আওয়ামী লীগের একটিও প্রেতাত্মা সরানো হয়নি।”
এছাড়া, তিনি সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রচেষ্টার ব্যাপারে কড়া সমালোচনা করেন। নিলোফার চৌধুরী বলেন, “সরকারের বক্তব্য ও কার্যক্রম থেকেই স্পষ্ট যে তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। যখন এক উপদেষ্টা বলেন, ২৫ ডিসেম্বর অথবা ২৬ জানুয়ারিতে নির্বাচন হবে, সেনাপ্রধানের বক্তব্যের পর, তখন আরেক উপদেষ্টা বলেছেন, এটা শুধু সেনাপ্রধানের কথা, আমাদের কথা নয়। আমরা বসে আলোচনা করব।”
তিনি আরও বলেন, "নির্বাচন নিয়ে কথা বললেই উন্নয়নে ব্যাঘাত ঘটবে, যা ফ্যাসিস্ট সরকারের এক ধরনের চিন্তাভাবনা মনে করিয়ে দেয়। ফ্যাসিস্ট সরকার 'বেশি উন্নয়ন, কম গণতন্ত্র' এমন নীতি গ্রহণ করেছে, যা বর্তমান সরকারের সাথে বেশ মিল পাওয়া যায়।"
মারিয়া