ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন পোস্টে জনপ্রিয় ইউটিউবার মো: গোলাম কিবরিয়া সরকার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, "এত কষ্ট করে কি লাভ জীবনে!" এবং জীবনের নানা ঘটনা ও পরিস্থিতির মধ্যে কিছু তুলনামূলক অভিব্যক্তি দিয়েছেন, যা পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছে।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, "কেউ গলায় ছবি ঝুলায় স্টার, কেউ ফাঁসির ওড়না ঝুলিয়ে মাটিতে পড়ে স্টার। কেউ ৩২ এ ইট ভাঙতে গিয়ে ফেরেশতা দেখে স্টার, কেউ নিয়মিত দাঁত ব্রাশ না করেই স্টার, কেউ খেজুরের কাচা রসে মুড়ি দিয়ে 'উহ' বলে স্টার থেকে সুপার স্টার হয়ে যায়!"
এরপর তিনি বলেন, "ইয়া মেহেরবান, আমাদের একটু সহজ পথ দেখাও!"
সাম্প্রতিক সময়ে ধানমন্ডি ৩২ ভাঙাসহ সারাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ প্রকাশ এবং শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় এ কথা শেয়ার করেন তিনি।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/18erLUCF28/
মারিয়া