![আওয়ামী লীগের সর্বশেষ অস্ত্র হলো কালচারাল হেজিমনি? কী বললেন হাসনাত? আওয়ামী লীগের সর্বশেষ অস্ত্র হলো কালচারাল হেজিমনি? কী বললেন হাসনাত?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-5_17-43-58-2502071146.jpg)
ছবিঃ সংগৃহীত
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি ফ্যাসিবাদী শক্তি।" তিনি আরও বলেন, "আওয়ামী লীগ সারা দেশে একটি কালচারাল হেজিমনি প্রতিষ্ঠা করেছে, যেখানে তারা কালচারাল কমিউনিটি ও মিডিয়া নিয়ন্ত্রণ করে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করছে।"
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন যে, আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি দেখানোর চেষ্টা চলছে এবং তাদের প্রতি ন্যায্যতা নিশ্চিত করা হচ্ছে না। তিনি উল্লেখ করেন, "আওয়ামী লীগের বাকস্বাধীনতা রুদ্ধ করা হচ্ছে এবং তাদের সভা-সমিতি থেকে বঞ্চিত করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ একটি বিশেষ সাংস্কৃতিক প্রভাব তৈরি করেছে যা রাজনৈতিক ক্ষেত্রে তাদের শক্তিকে প্রতিষ্ঠিত করে রেখেছে। এটি সত্যিই একটি বিপজ্জনক পরিস্থিতি, যেখানে জনগণের স্বাধীন মতপ্রকাশ ও সভা-সমিতির অধিকার খর্ব হচ্ছে।"
মারিয়া