ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

জীবননাশের হুমকি দিয়ে কিছুই করতে পারবেন না: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ১৭:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫

জীবননাশের হুমকি দিয়ে কিছুই করতে পারবেন না: হাসনাত আব্দুল্লাহ

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ফেসবুক লাইভে হাসনাত আব্দুল্লাহ তার বিরুদ্ধে আসা জীবননাশের হুমকি ও অনলাইন অবমাননার বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি আত্মবিশ্বাসীভাবে বলেন, এই ধরনের হুমকি তাকে ভয় দেখাতে পারবে না। হাসনাত আব্দুল্লাহ আশ্বস্ত করেন যে, যারা হুমকি দিচ্ছেন তারা যদি সত্যিই গুরুতর হুমকি দিতেন, তবে তারা দেশের ভিতর থেকে তার সাথে মুখোমুখি হতে চাইতেন, বিদেশে পালিয়ে থেকে হুমকি দিতেন না।

তিনি আরও বলেন, "আপনি যদি মনে করেন আমরা জীবননাশের হুমকিতে ভয় পাবো, তাহলে দেশেই থাকতেন, বিদেশে পালিয়ে এসে হুমকি দিতেন না। আপনারা যা করছেন, তা কেবল কমেন্ট সেকশনে সীমাবদ্ধ।"

হাসনাত আব্দুল্লাহ স্পষ্টভাবে জানান যে, "আমরা সামনে এগিয়ে যাবো, আমাদের নানা মত ও পথের মানুষ থাকবে, আমরা অতীত নিয়ে আর কাজ করবো না," তিনি শেষ করেন, নেতিবাচকতার পরিবর্তে উন্নতির দিকে নজর দেওয়ার গুরুত্ব তুলে ধরে।
 

মারিয়া

×