ছবি: সংগৃহীত
এমন একজন মানুষকে বিএনপিও চায় - যিনি ভারতের হুমকি ধামকিকে পাত্তাই দেবেন না , যিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক ও বাহক হবেন এমন মন্তব্য করেন আসিফ সৈকত।
সম্প্রতি নিজের ফেসবুক একাউন্টে দেশের অবস্থা এবং এই মুহূর্তে দেশে কেমন সরকার দরকার তা নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন আসিফ সৈকত। সেখানে তিনি এই কথা লেখেন। এছাড়াও শেখ হাসিনার বিচারের প্রসঙ্গও উঠে আসে তার লেখায়।
তার পোস্টে তিনি লিখেছেন, যারা দাবী করতে চাইতেছেন - ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি / তত্ত্বাবধায়ক সরকার প্রধান করলে বিএনপি বাঁধা দেবে , আমার ব্যক্তিগত এনালাইসিস বলে - বিএনপি এতে সম্মতি দেবে , বাঁধা দেয়ার প্রশ্নই আসবে না ।
বিএনপি খুব ভালোভাবেই জানে , একজন সৎ , জ্ঞানী বিজ্ঞ লোকের রাষ্ট্রের প্রধান হওয়াটা এই মুহূর্তে জরুরী যিনি দেশের স্বার্থকে প্রায়োরিটি দেবেন , হাসিনার গণহত্যা বিরোধী হবেন, ছাত্রজনতার ত্যাগের কথা মাথায় রেখে গণহত্যার বিচার সহ রাষ্ট্র সংস্কার করবেন।
তিনি আরও লিখেছেন, এমন একজন মানুষকে বিএনপিও চায় - যিনি ভারতের হুমকি ধামকিকে পাত্তাই দেবেন না, যিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক ও বাহক হবেন।
ইউনূস সাহেবের অধীনে নির্বাচন হলে এবং ইউনূস সাহেব রাষ্ট্রপ্রধান হলে বিএনপির আপত্তি থাকার কথা নয় , আমার বিশ্বাস আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার মতো সৎসাহস ইউনূস সাহেবের আছে। তিনি কথা কম , কাজ বেশির মানুষ ।
তার এই পোস্ট অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে অনেকে আবার নেতিবাচক কমেন্টও করেছে।
শিলা ইসলাম