![হঠাৎ কেন বিপ্লবী নারীদের প্রশংসনায় গোলাম মওলা রনি? হঠাৎ কেন বিপ্লবী নারীদের প্রশংসনায় গোলাম মওলা রনি?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/472670312_1163326275161230_1786641401481995820_n-2502070941.jpg)
ছবি: সংগৃহীত
পুরুষরা বেগম রোকেয়ার সেই নারী স্থানের বাসিন্দা হবার জন্য দৌড়াচ্ছে এমন মন্তব্য করলেন গোলাম মওলা রনি।
পরিচিত মুখ সাংবাদিক গোলাম মওলা রনি। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে দেখা যায় তাকে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নারী প্রসঙ্গ তুলে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যেখানে লিখেছেন, বেগম রোকে আর সেই নারীর স্থান এর বাসিন্দা হবার জন্য দৌড়াচ্ছে পুরুষরা।
এছাড়াও নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি তার পোস্টে লিখেছেন, সাহস দেখানোর ক্ষেত্রে দুনিয়ায় নারীরা কেন যে সব সময় অগ্রগামী হয় তা আমার মাথায় ঢুকে না । রানী নেফারতিতি, চাঁদ সুলতানা থেকে জোয়ান অব আর্ক যেমন অমর তেমনি আমার দেশে ইলা মিত্র, প্রীতিলতা থেকে শুরু করে কবি সুফিয়া কামাল, জাহানারা ইমাম প্রমূখের বীরত্ব আমার মতো কাপুরুষদের জন্য জীবন্ত চপেটাঘাত !
তিনি আরো লিখেছেন, জুলাই আগস্ট বিপ্লবে যেমন মেয়েরা বন্দুক বুলেটের সামনে কোনো রকম স্বার্থ ছাড়া ঝাঁপিয়ে পড়েছিল। তদ্রুপ - বিপ্লব পরবর্তী জুলুম অত্যাচারের বিরুদ্ধে মেয়েরা যেভাবে ঝুঁকি নিচ্ছে সে তুলনায় আমাদের মতো তথা কথিত পুরুষরা বেগম রোকেয়ার সেই নারীস্থানের বাসিন্দা হবার জন্য দৌড়াচ্ছি !
মুহূর্তের মধ্যেই বেশ সাড়া পেয়েছে তার পোস্টটি। নানান ইতিবাচক মন্তব্য জায়গা করে নিয়েছে কমেন্ট বক্সে।
শিলা ইসলাম