ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

শুক্রবারও ৩২ নম্বরের বাড়িতে চলছে ভাঙচুর

প্রকাশিত: ১৪:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

শুক্রবারও ৩২ নম্বরের বাড়িতে চলছে ভাঙচুর

ছবি: সংগৃহীত।

ধানমন্ডি এলাকার ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরনো বাড়িতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেশ কিছু লোক বাড়ির ভিতরে থাকা লোহা জাতীয় সব জিনিস সংগ্রহ করছেন, আবার অনেকে ভাঙচুরের দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় করছেন। এই ভাঙচুরের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

ভাঙা ভবনটি দেখার জন্য বিভিন্ন শ্রেণির মানুষ এসে জড়ো হচ্ছেন। তারা দাবি করছেন, এই ঘটনা জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, শেখ হাসিনা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মাধ্যমে গণহত্যা চালিয়ে দেশের পরিস্থিতি কঠিন করে তুলেছেন।

এদিকে, গত বুধবার রাতে শেখ হাসিনার অনলাইন ভাষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর পরবর্তী ফলস্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর করা হয়।

নুসরাত

×