![দেশকে ৪টি প্রদেশে ভাগ করার যৌক্তিকতা নেই: শহীদ খান দেশকে ৪টি প্রদেশে ভাগ করার যৌক্তিকতা নেই: শহীদ খান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/57784244_605-2502070807.jpg)
ছবি: সংগৃহীত।
এ মুহূর্তে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলেম শহিদ খান। তিনি বলেন, এই সিদ্ধান্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে এবং দেশ অর্থনৈতিকভাবে চাপে পড়বে। তবে, তিনি ক্যাপিটাল সিটি সরকার গঠন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার মতো বেশ কিছু সুপারিশের পক্ষে।
এ বিষয়ে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জন্য এসব সুপারিশ বাস্তবায়ন করা সহজ হবে না।
বুধবার দুপুরে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মঈন চৌধুরী প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা দেন। এতে প্রাদেশিক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ক্যাপিটাল সিটি সরকার গঠন, মন্ত্রণালয়ের আকার ছোট করা এবং একগুচ্ছ প্রস্তাব তুলে ধরা হয়।
কমিশনের প্রস্তাবে দেশের বিশাল পরিষেবা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে পুরনো চারটি বিভাগের সীমানাকে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়। এছাড়া, ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার বিস্তৃতির বিষয়টি মাথায় রেখে ফেডারেল সরকারের নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি সরকার গঠন করা হবে বলে জানানো হয়। পৌরসভাগুলোর গুরুত্ব বিবেচনায় স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার প্রস্তাবও রয়েছে।
এ বিষয়ে সাবেক সচিব আবু আলেম শহিদ খান বলেন, “প্রদেশে প্রদেশে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং এর ফলে দৃষ্টিকোণ থেকে বিভেদ বাড়বে।” তিনি আরো বলেন, “ঢাকার জনসংখ্যা ও পরিষেবার চাপ বৃদ্ধি পেলে, এটি চারটি সিটি কর্পোরেশন থেকে ছয়টি সিটি কর্পোরেশন হয়ে একটি ফেডারেশন অফ সিটি কর্পোরেশন গঠন করার দিকে এগোতে পারে। পৃথিবীর অনেক দেশে এরকম ব্যবস্থা রয়েছে, যেমন লন্ডন।”
নুসরাত