ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

ফোকাস এখন আওয়ামী জাহেলিয়াত বললেন আসিফ

প্রকাশিত: ১৩:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ফোকাস এখন আওয়ামী জাহেলিয়াত বললেন আসিফ

বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট,বক্তা আসিফ আদনান আজ বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন।

যেখানে আসিফ উল্লেখ করেন, ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেয়া মবের কাজ না। এটা আওয়ামী জাহেলিয়াত উৎখাতের অবশ্যম্ভাবী ধাপ। শেখ মুজিবের মূর্তি, ম্যুরালসহ আওয়ামী জাহেলিয়াতের অন্যান্য প্রতীক না ভাঙলে নতুন পথ তৈরি হবে না। গণঅভ্যুত্থানের অর্জন টিকবে না।

তিনি তাঁর পোস্টে আরো উল্লেখ করেন দৃশ্যমান প্রতীক ভাঙ্গার পাশাপাশি যে বয়ান আওয়ামী জাহেলিয়াতের ভিত্তি তৈরি করেছে সেটিকেও গুড়িয়ে দিতে হবে। সেক্যুলার-প্রগতিশীল গোষ্ঠীর যে কালচারাল হেজেমনি কওম ও যমীনকে এ অবস্থায় এনেছে সেটা ভাঙ্গা আবশ্যক। দেশকে শিক্ষিত ও সচেতন করে তুলতে হবে, সর্বদা সজাগ থাকতে হবে যাতে এ অবস্থার পুনরাবৃত্তি না হয়।

ইনারি চিন্তা বোকামি উল্লেখ করে তিনি আরো বলেন, ১ আর ২ মিউচুয়ালি এক্সক্লুসিভ না৷ একটা করা গেলে আরেকটা করা যাবে না, এমন বাইনারি চিন্তা বোকামি। দুটোই জরুরী৷ দুটোই করতে হবে। এ দুটো একে অপরের পরিপূরক। আওয়ামী জাহেলিয়াতের প্রতীক ভাঙ্গা আর তাদের নেতাকর্মীদের বাসায় আক্রমন করা এক না৷ এধরনের হামলা বন্ধ করা দরকার৷

.আ.লীগ দু-একটা জায়গাতে হামলার চেষ্টা চালিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আ.লীগ দু-একটা জায়গাতে হামলার চেষ্টা চালিয়েছে। তাদের গণহত্যাকারী নেত্রী বিদেশে বসে এখনো অরাজকতার ষড়যন্ত্র করছে। ডারতীয় মিশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে টপ টেরররা৷ যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে ব্যর্থতা তাদের। তাদেরকে চাপ দেয়া উচিত আওয়ামী লীগের এই ষড়যন্ত্র দমনের জন্য। যদি তারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ বা অনিচ্ছুক হয় তাহলে ছাত্রজনতাকে বাধ্য হয়ে রাজপথে নেমে পদক্ষেপ নিতে হবে।প্রথম কালো-দিল্লী স্টার, কিংবা মাজার বা অন্য কোন জায়গা ঘেরাও বা এজাতীয় অন্য যেকোন কিছুর আলাপ এখন বাদ দিতে হবে। এক সাথে দশটা ফ্রন্ট খুললে সবগুলোতে পিছিয়ে আসতে হয়। এখন ফোকাস আওয়ামী জাহেলিয়াত এবং জুলাই গণহত্যার পরিণতি নিয়ে।

তিনি আরো উল্লেখ করেন, ৩২ নম্বরের আন্ডারগ্রাউন্ড কালোকুঠুরি নিয়ে সবাই সোচ্চার হোন৷ দেশের একটা মানুষও যেন না থাকে যে এ ব্যাপারে জানে না৷

ফুয়াদ

×