![ড. ইউনূসকে পরবর্তীতে রাষ্ট্রপতি করার দাবি করলেন আসিফ ড. ইউনূসকে পরবর্তীতে রাষ্ট্রপতি করার দাবি করলেন আসিফ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/57-2502070720.jpg)
বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত আজ বাংলাদেশ সময় আনুমানিক ১২ টা ৫০ এ তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন।
যেখানে সৈকত তাঁর পোস্টে উল্লেখ করেন, ইউনূস সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং পরবর্তীতে রাষ্ট্রপতি প্রস্তাব করে সব গনতান্ত্রিক দল আলোচনায় বসে তাঁর অধীনে দ্রুত নির্বাচনে আসার আলোচনা শুরু করুন , আগামীর ১৫ বছরের রোডম্যাপে চলে যাওয়া উচিত ।চক্রান্ত চরম লেভেলে পৌঁছাচ্ছে ।
বিএনপি, জামায়াতের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এই আলেচনায় বিএনপি, জামাত সহ সকল নতুন দল, ছাত্রদের প্ল্যাটফর্ম থাকবে।দেশ আমাদের সকলের , ১৫ বছরের রোডম্যাপ দেবো আমরা বাংলাদেশীরা ।
তিনি আরো উল্লেখ করে বলেন, সময় বেচি নাও। মাইন্ড ইট
ফুয়াদ