![এখনো ঢাকা শহরের মধ্যে বহু আওয়ামী লীগ আছে এখনো ঢাকা শহরের মধ্যে বহু আওয়ামী লীগ আছে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Screenshot-2025-02-07-123828-1-2502070639.jpg)
ছবি: সংগৃহীত
শেখ মুজিবের পরিবারের প্রতি ভয়াবহ ক্ষোভ প্রকাশ করলেন ৬৩ বছর বয়সী এক ব্যক্তি।
৫ই ফেব্রুয়ারি লংমার্চ টু ধানমন্ডি ৩২ শে বুলডোজার কর্মসূচিতে ধ্বংসস্তূপে পরিণত হয় শেখ মুজিবের বাড়ি।
সেখানে এক গণমাধ্যমের সামনে তিনি বলেন, কি হবে ইলেকশন করে, ইলেকশন করার পরে যদি কেউ জিতে ওই বেটা পারবে এগুলো সমাধান করতে? যতক্ষণ পর্যন্ত পাবলিক ঠিক না হবে?
এই ভাঙ্গার প্রসঙ্গ তুলে তিনি বলেন, পাবলিক ঠিক আছে বলেই আজকে দেখেন ভেঙেছে, কোন কথা বলতে হয় নাই, ভাঙার জন্য টাকা দিয়ে আনতে হয় নাই। আমার মত লোক নারায়ণগঞ্জ থেকে ছুটে আসছে শুধু দেখার জন্য।
এরপর তিনি বলেন, আমি কাজ ফেলে দিয়ে চলে আসছি। বাঁচবো কয়দিন আর, ৬৩ বছর বয়স আমার। এখন এই যে যা কিছু চলছে এইসব মানা যায় না।
তিনি আরো বলেন, রাষ্ট্রীয়ভাবে এর একটা সমাধান চায় পাবলিক। আমরা চাই ন্যায়, আমরা চাই সুশাসন।
তিনি শেখ মুজিব পরিবার এবং বিগত সরকার প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আমাদেরকে যা যা ম্যাসেজ দিয়ে যাওয়া হয়েছে প্রত্যেকটা মিথ্যা, সব ভুল। এই যে আপনি দেখেন ব্যাংকে টাকা তুলতে গেলে টাকা নাই।
এছাড়াও তিনি বলেন, দেশের বাইরে যত পরিমাণে টাকা পাঠানো হয়েছে তা যদি আমাদের বাংলাদেশে এনে ফেলা হয় আমরা অনায়াসে ২/৪ বছর কিছু না করে বসে খেতে পারব।
পুলিশের কথা তুলে তিনি বলেন, ছাত্রলীগ নিজের মতো করে প্রশাসনকে সাজিয়েছে। সে প্রশাসনকে সাজিয়েছে গত ১৫ বছরে। ২০৪১ সালের স্বপ্ন কেন দেখেছে, এই কারণেই।
এখনো ঢাকা শহরের মধ্যে বহু আওয়ামী লীগ আছে, এবং বহু টাকা পয়সা আছে তাদের এমন মানুষ খুঁজে বের করতে হবে।
শিলা ইসলাম