ছবিঃ সংগৃহীত
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বুলডোজার দিয়ে নগরের উপশহরে তার তিনতলা বাড়িটি ভাঙা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবন ভাঙার কাজ শুরু হয়েছে।
বাড়িটি ভাঙার সময় সেখানে ক্ষুব্ধ জনতার উপস্থিতি দেখা গেছে। তাদের দাবি, দুর্নীতির টাকায় তৈরি এই ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হোক। এছাড়া, অনেক উৎসুক মানুষও ঘটনাস্থলে ভিড় করেন।অবশেষে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই ভবনটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হচ্ছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লিটন পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান , সরকার পতনের দিনই তার বাড়িতে হামলা ও লুটপাট হয়। এরপর বাড়িটি ফাঁকা পড়ে ছিল।
জাফরান