![আ.লীগের হামলার পরিকল্পনা জানালেন আসিফ শুভ্র আ.লীগের হামলার পরিকল্পনা জানালেন আসিফ শুভ্র](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-8-2502070545.jpg)
আসিফ শুভ্র
রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নিজের ফেসবুক পোস্টে নতুন বার্তা দিলেন আসিফ শুভ্র।
পোস্টে তিনি দাবি করেছেন, আ.লীগ পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলার ছক কষছে। তার কাছে কিছু তথ্য-প্রমাণ এসেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
তিনি তার অনুসারীদের উদ্দেশে লিখেছেন, উসকানীগুলা কুল হেডে অবজার্ভ করুন। আগ বাড়ায়া কোনো কিছু করার প্রয়োজন মনে করিনা , গায়ের উপ্রে আসলে শ্যাঁডা একদম ভেঙ্গে দিবেন , এর আগে না।
তিনি আরও লিখেছেন, বিপ্লবকে ম্লান করার চক্রান্ত চলমান, লাভ হবেনা । তাগো হিটলারী ধরার মতো বুদ্ধি আমগো আছে।
আশিক