![সবাই সতর্ক অবস্থান নিন: মহিউদ্দিন সবাই সতর্ক অবস্থান নিন: মহিউদ্দিন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/464921373_522624113870496_1954342935267788391_n-2502070542.jpg)
ছবি: সংগৃহীত
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মহিউদ্দিন রনি।
সম্প্রতি মহিউদ্দিন রনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি এমন বার্তা দিয়েছেন।
এছাড়াও তিনি তার পোস্টে লিখেছেন, মসজিদ মন্দির মাজারে হামলার পরিকল্পনাকারীদের চক্রান্ত রুখে দিন। সবাই সতর্ক অবস্থান নিন।
অল্প সময়ের মধ্যে তার এই পোস্টটি ব্যাপক জনপ্রিয়তা পায়। কমেন্ট বক্সে দেখা যায় নানান রকমের মন্তব্য।
একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেছেন, আল্লাহ সহায় হোন দেশকে রক্ষা করুন।
অন্য একজন এই কমেন্ট বক্সে লিখেছেন, কোন স্বৈরাচারীর অনৈতিক কোন পরিকল্পনা বাস্তবিত হতে দেওয়া যাবে না ইন শা আল্লাহ।
শিলা ইসলাম